×

জাতীয়

জরিমানা পরিশোধের আগেই ফের মামলা, পুড়ল মোটরসাইকেল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৬:৫৪ পিএম

জরিমানা পরিশোধের আগেই ফের মামলা, পুড়ল মোটরসাইকেল

এক মামলার জরিমানা না দিতেই আরেক মামলার জরিমানা। ক্ষুব্ধ হয়ে নিজের মোটরসাইকেলে আগুন দিলেন চালক

ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কয়েক মাস আগে চার হাজার টাকা জরিমানা করে মামলা দিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। মামলার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সেই টাকা দিতে পারেননি মোটরসাইকেলচালক। এর মধ্যেই বৃহস্পতিবার (২১ অক্টোবর) নীলক্ষেত এলাকায় ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়েন ওই চালক। কাগজপত্র পরীক্ষা করতে গিয়ে সার্জেন্ট খেয়াল করেন, আগের একটি মামলার চার হাজার টাকা চালক এখনও জমা দেননি। এর পরিপ্রেক্ষিতে চালকের বিরুদ্ধে ওই সার্জেন্ট এক হাজার টাকা জরিমানা করে আরও একটি মামলা দেন।

দ্বিতীয়বার মামলার কারণে ক্ষোভ ও হতাশা নিজের মধ্যে চেপে রাখতে পারেননি মোটরসাইকেলচালক। নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন তিনি। বর্তমানে তাকে নীলক্ষেত থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে গত সেপ্টেম্বরে রাজধানীর বাড্ডায় এক ব্যক্তি মামলায় বিরক্ত হয়ে নিজের মোটরসাইকেলে আগুন ধরিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ বলেছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে রাজধানীর দক্ষিণ নীলক্ষেত এলাকায় অবস্থিত বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) সামনে মোটরসাইকেলে আগুন দেওয়ার এ ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আগুন দেওয়া ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে জানা গেছে তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App