×

শিক্ষা

ঢাবির ‘গ’ ইউনিটের পরীক্ষা শুক্রবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৯:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টায় শুরু হবে। এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ২২ জন শিক্ষার্থী।

চলতি বছর ‘গ’ ইউনিটে ভর্তির জন্য মোট আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৩৭৪টি। আসন আছে ১২৫০টি। করোনা মহামারির কারণে এবারই প্রথম ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র পড়েছে।

আবেদনকারী পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট পড়েছে ১৭ হাজার ১৩৭ জনের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৮১৯ জনের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন হাজার ৫৫৯ জনের, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৯৫ জনের, খুলনা বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬০৬ জনের, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪২৬ জনের, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪৭০ জনের, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৩৬২ জনের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App