×

জাতীয়

কুমিল্লার পূজামণ্ডপে হামলার উস্কানি দাতা আব্দুর রহিম গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৮:৪৮ পিএম

কুমিল্লার পূজামণ্ডপে হামলার উস্কানি দাতা আব্দুর রহিম গ্রেপ্তার

বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। ছবি: ভোরের কাগজ

কুমিল্লার পূজামণ্ডপে হামলার উস্কানি দাতা আব্দুর রহিম গ্রেপ্তার

বৃহস্পতিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থেকে আব্দুর রহিম বিপ্লবীকে গ্রেপ্তার করা হয়। ছবি: ভোরের কাগজ

কুমিল্লায় পূজামণ্ডপে হামলার উস্কানি দাতা ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবী গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় কেরানীগঞ্জ শুভাঢ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। কুমিল্লার মণ্ডপে পবিত্র কোরআন শরীফ পাওয়ার পর তিনি সারাদেশে মসজিদে মসজিদে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন। তার ওই ঘোষণার পর ১৫ অক্টোবর দেশের বিভিন্ন জেলায় অপ্রীতিকর ঘটনা ঘটে। সিআইডির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লার ঘটনার জের ধরে চাঁদপুরে একই দিনে হামলার ঘটনা ঘটে। সেখানে কয়েকজনের প্রাণহানি হয়। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে ইসলামী বক্তা আব্দুর রহিম বিপ্লবী ওইদিনই এক ওয়াজ মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App