×

স্বাস্থ্য

করোনায় আরও ১০ মৃত্যু, দেড় বছরে সর্বনিম্ন শনাক্ত ২৪৩

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০৪:৩৮ পিএম

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮০১ জনে।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে আরও ২৪৩ জনের। যা গত দেড় বছরের মধ্যে সর্বনিন্ম। এর আগে সর্বশেষ গতবছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিল এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল।

এদিকে গত চব্বিশ ঘণ্টার শনাক্ত নিয়ে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জন।  পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১দশমিক ৫১ শতাংশ।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) জাতীয় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (২০ অক্টোবর) সারা দেশে ২৪ ঘণ্টায় করোনায় মারা যায় ৬ জন। করোনা শনাক্ত হয় ৩৬৮ জনের দেহে।

এদিকে, বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু বেড়েছে। এ সময় মৃত্যু হয় ৭ হাজার ৪৭২ জনের, শনাক্ত হয়েছিল ৪ লাখ ৫০ হাজার ৪৩২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমণ হয়েছে ২৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ৮৮৩ জনের। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ লাখ ৩৬ হাজার ৮৮৫ জনে। আর সুস্থ হয়েছেন ২২ কোটি ৪৮ হাজার ১৪ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App