×

আন্তর্জাতিক

করোনার টিকাদানে ভারত ১০০ কোটির মাইলফলকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০১:০৩ পিএম

করোনার টিকাদানে ভারত ১০০ কোটির মাইলফলকে

ফাইল ছবি

ভারত করোনাভাইরাস টিকার ১০০ কোটি ডোজ প্রদান সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) উৎসবের মধ্য শতকোটি ডোজ টিকা উদযাপন করার পরিকল্পনা করেছে সরকার।

এ উপলক্ষ্যে দিল্লির স্থানীয় সময় দুপুরের দিকে লাল কেল্লায় একটি গান ও একটি অডিও-ভিজ্যুয়াল ফিল্মের প্রদর্শনী উদ্বোধন করবেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া।

টুইটারে ভারতের স্বাস্থ্যমন্ত্রী মানদাভিয়া বলেন, আমি টিকা না নেওয়া সব ভারতীয়দের দ্রুত তাদের ডোজ গ্রহণ করার এবং আমাদের ঐতিহাসিক স্বর্ণালি টিকা যাত্রায় অবদান রাখার আবেদন জানাচ্ছি।

করোনাভাইরাস টিকা কর্মসূচি শুরু করার পর নয় মাসের মধ্যে দেশটি ৯৯ কোটি ৮৫ লাখ ডোজ দেওয়া সম্পন্ন করেছে।

শতকোটি ডোজ টিকায় পৌঁছালেও এখনো আশঙ্কামুক্ত না বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন তৃতীয় ধাপে অবস্থা আরও ভয়াবহ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App