দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও মৌলবাদী অপশক্তি মোকাবেলায় বৃহস্পতিবার রাত প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগ।
এতে প্রায় দুইশত নেতাকর্মী উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের মাটিতে কোন সাম্প্রদায়িক অপশক্তির জায়গা হবে না। গভীর রাতে মোমবাতি হাতে আমাদের অবস্থান এই বার্তা দিচ্ছে, মৌলবাদী অপশক্তি মোকাবেলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সদা জাগ্রত সৈনিকের দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে আমরা সমব্যাথী ও সহমর্মি। আমরা সবাই মিলে দেশে মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দিবো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।