×

জাতীয়

স্বীকারোক্তি শেষে পীরগঞ্জের সেই যুবক কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৭:৩৮ পিএম

ফেসবুকে দেওয়া পোস্টের জেরে কথিত ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরের পীরগঞ্জে বাড়িঘরে আগুন-লুটপাটের ঘটনায় অভিযুক্ত সেই যুবক পরিতোষ সরকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে পীরগঞ্জের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর তাকে কারাগারে পাঠানো হয়।

বলা হচ্ছে, কিশোর পরিতোষ সরকারের ফেসবুকে একটি ধর্মীয় অবমাননাকর ছবি পোস্ট করার ঘটনাকে কেন্দ্র করে গত রবিবার দিবাগত রাতে রংপুরের পীরগঞ্জে মাঝিপাড়ায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িতে হামলা-লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এর আগে সকালে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, রংপুরের পীরগঞ্জের ঘটনায় পুলিশ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছে। একটি হলো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে ও অপরটি হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় প্যানাল কোডে।

সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট থেকে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App