×

পুরনো খবর

প্রযোজক রাজের বিরুদ্ধে চার্জশিট শুনানি ২৫ অক্টোবর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৯:১৪ পিএম

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরিচালক ও প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার সহযোগী সবুজ আলীর বিরুদ্ধে সম্প্রতি আদালতে দাখিল করা চার্জশিটের উপর শুনানি হবে আগামী ২৫ অক্টোবর। মঙ্গলবার (১৯ অক্টোবর) আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা যায়, সম্প্রতি ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গিয়াস উদ্দিন। চার্জশিটের বিষয়ে শুনানির জন্য আগামী ২৫ অক্টোবর দিন ধার্য রয়েছে।

চার্জশিটে মাদক ব্যবসার জন্য রাজ তার দুইটি জিপ গাড়ি ব্যবহার করতেন বলে উল্লেখ করা হয়েছে। আরও বলা হয়, রাজ সরকারি বাংলা কলেজ থেকে ১৯৯৩ সালে বিএ পাস করেন। এরপর তিনি প্রথমে স্টক লটের ব্যবসা এবং পরে ওয়াসার ঠিকাদার হিসেবে কাজ করেন। এরপর ২০১৪ সাল থেকে নাটক, সিনেমা ও বিজ্ঞাপনে বিনিয়োগসহ ‘রাজ মাল্টিমিডিয়া’ নামে একটি প্রযোজক প্রতিষ্ঠান গড়ে তোলেন। এ সময় তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে মাদক সেবন ও কেনাবেচা করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এছাড়া এ কাজে তার সহযোগী সবুজ সহযোগিতা করতেন বলে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে পরী মনির বাসায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করার পর একই দিনে রাতে বনানীর ৭ নম্বর রোডে পরী মনির বন্ধু রাজের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে মদ উদ্ধারে রাজ ও সহযোগী সবুজকে আটক করা হয়। পরে বনানী থানার মাদক মামলায় তাদের দুইজনকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ডে নেওয়া হয়। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে পর্ণোগ্রাফি আইনে আরেকটি মামলাও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App