×

সাহিত্য

নানা আয়োজনে সম্প্রীতি রক্ষা দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ১০:৪৪ পিএম

নানা আয়োজনে সম্প্রীতি রক্ষা দিবস পালিত

মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে নাট্যম রেপার্টরির বহুল আলোচিত এবং দর্শক নন্দিত ‘দমের মাদার’ নাটকটি মঞ্চায়িত হয়। ছবি: ভোরের কাগজ

নানা আয়োজনে সম্প্রীতি রক্ষা দিবস পালিত

নাটকের একটি দৃশ্য

সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা, ঘরবাড়ি ভাংচুর এবং অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সারাদেশে সম্প্রীতি রক্ষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ অক্টোবর) নাট্যম রেপার্টরির বহুল আলোচিত এবং দর্শক নন্দিত ‘দমের মাদার’ নাটক মঞ্চায়িত হয়। পাশাপাশি সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশব্যাপি সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে। হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদি আয়োজন।  এছাড়া সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে আদি ঢাকা সাংস্কৃতিক জোট, মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম, দনিয়া সাংস্কৃতিক জোট, উত্তরা সাংস্কৃতিক জোটসহ আরো অনেক সাংস্কৃতিক সংগঠন।

কার্তিকের সন্ধ্যা মাতাল ‘দমের মাদার’

কার্তিকের বৃষ্টিভেজা সন্ধ্যা মাতাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে নাট্যম রেপার্টরির বহুল আলোচিত এবং দর্শক নন্দিত ‘দমের মাদার’ নাটকটি। সাধনা আহমেদের রচনায় ‘দমের মাদার’ নাটকটি নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা।

‘দমের মাদার’ নাটকের বিভিন্ন চরিত্রে প্রাণবন্ত অভিনয় করেছেন শিশির রহমান, শুভাশিষ দত্ত তন্ময়, পারভীন আখতার পারু, শামীমা আক্তার মুক্তা, ফজলে রাব্বি সুকর্ণ, দেলোয়ার হোসেন উজ্জলসহ আরও অনেকে। পরিমল মজুমদারের সঙ্গীত পরিচালনায় নাটকের সুর ও সঙ্গীত করেছেন শিশির রহমান। দৃশ্য ও আলোক পরিকল্পনা করেছেন জুনায়েদ ইউসুফ।

যুগে যুগে কালে কালে ধর্মকে নিয়ে চলেছে নানা ধরনের ব্যবসা। দেশে দেশে ধর্মকে নিয়ে চলছে রাজনীতি, আলাদা হয়ে যাচ্ছে মানুষ মানুষের কাছ থেকে। এ যেন এক অন্ধ রাহুর গ্রাস, যুগ থেকে যুগান্তরে সুন্দরকে, সত্যকে বাধাগ্রস্ত করতে চায়। কিন্তু অসুন্দর, অসত্য কখনও মানবকল্যাণের পথে বা মানবতার পথের অন্তরায় হতে পারে না। নাট্যকার এমনই এক ভাবনাকে তার নতুন ছন্দে বেঁধেছেন দমের মাদার নাটকে।

বাংলার হাজার বছরের সংস্কৃতির সব চাইতে সমৃদ্ধ আঙ্গিক বাংলার লোকপালাসমূহ। যা মূলত লোকমুখে প্রচার বা প্রসার লাভ করছে হাজার বছর ধরে। তেমনি একটি পালা মাদার পীরের আখ্যান। মাদার পীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে গড়ে উঠেছে দমের মাদার নাটকের গল্প। আংশিক সত্য একটি ঘটনাকে আশ্রয় করে নাট্যকার সাধনা আহমেদ লোক আঙ্গিক রীতিতে নাটকটি রচনা করেছেন।

[caption id="attachment_313786" align="aligncenter" width="700"] নাটকের একটি দৃশ্য[/caption]

কিন্তু আইরিন পারভীন লোপা সেই লোক আঙ্গিক থেকে সরে এসে নাগরিক পরিবেশন রীতিকে অবলম্বন করেছেন। তাই লোক নাটক পরিবেশন রীতিতে মঞ্চের যে নিরাভরণ রীতি সেটা এখানে পাওয়া যায় না। আবার অভিনয় রীতির ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য। দমের মাদার নাটকে নাট্যকার সাধনা আহমেদ জীবনের একটি নিগূঢ় সত্যকে অনুসন্ধান করেছেন আর নির্দেশক আইরিন পারভীন লোপা অভিনয়শিল্পী ও কুশলীদের দিয়ে সেই সত্যের প্রাণবন্ত ছবি এঁকেছেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্প্রীতি রক্ষা দিবস পালন

সনাতন ধর্মাবলম্বীদের পূজামণ্ডপে হামলা, ঘরবাড়ি ভাংচুর এবং অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশব্যাপি সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে।

‘হিংসা বিদ্বেষ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও’ স্লোগানে মঙ্গলবার সারাদেশে একযোগে অনুষ্ঠিত হয় এই প্রতিবাদি আয়োজন।

জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালির চৌমুহনিতে দিবসটির মূল অনুষ্ঠানের পাশাপাশি রাজধানীর বাহাদুর শাহ পার্ক, মিরপুর, দনিয়া ও উত্তরাতে একযোগে অনুষ্ঠিত এই আয়োজনে বক্তারা সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়িয়ে সম্প্রীতি রক্ষার আহবান জানান। সেই সঙ্গে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান।

আদি ঢাকা সাংস্কৃতিক জোট

জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সম্প্রীতি রক্ষা দিবস পালন করেছে আদি ঢাকা সাংস্কৃতিক জোট।

বিকাল সাড়ে ৩টায় পুরান ঢাকার বাহাদুর শাহ্ পার্কে (ভিক্টরিয়া পার্ক) অনুষ্ঠিত হয় এই আয়োজন।

সংগঠনের সভাপতি মানস বোস বাবুরামের সভাপতিত্বে এতে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক হানিফ খান, সহ-সভাপতি ঢালী মোঃ দেলোয়ার, রেজাউর রহমান সিনহা, নিয়াজ আহমেদ, আহসান সিদ্দিকী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম-সাধারণ সম্পাদক চন্দন ভৌমিক, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সূত্রাপুর থানা শাখার সাধারণ সম্পাদক হরি চন্দ্র মজুমদার, পূজা উদযাপন কমিটি সূত্রাপুর থানা শাখার সভাপতি দিপক কর দিপু।

মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম

মিরপুরে দিবসটি পালন করে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম।

বিকাল ৪টায় অনুষ্ঠিত এই আয়োজনে সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আশিকুর রহমান ভুলু, মাসকুর-এ-সাত্তার কল্লোল, মঞ্জুর আলম সিদ্দিকী, কাজী মিজানুর রহমান, সগীর মোস্তফা প্রমুখ।

দনিয়া সাংস্কৃতিক জোট

সংগঠনটির সভাপতিমণ্ডলীর সদস্য শাহনেওয়াজের সভাপতিত্বে বিকালে দনিয়া সাংস্কৃতিক জোটের সম্প্রীতি রক্ষা দিবসে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক এইচ আর অনিক সহ নেতৃবৃন্দ।

উত্তরা সাংস্কৃতিক জোট

বিকাল সাড়ে ৩টায় উত্তরাতে উত্তরা সাংস্কৃতিক জোটের অনুষ্ঠানে বক্তৃতা করেন ড. সোলেমান কবির, ড. খাদেমুল ইসলাম নয়ন, এ্যাডভোকেট রবিউল মাহমুদ ইয়াং, ননী গোপাল প্রমুখ।

সভাপতিত্ব করেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App