×

আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২১, ০৯:৪৬ এএম

ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (১৯ অক্টোবর) উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পিয়ংইয়ং কর্তৃপক্ষ একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। খবর রয়টার্স ও এনডিটিভির

দক্ষিণ কোরিয়ার যুগ্ম প্রধান কর্মকর্তা এক বিবৃতিতে বলেন, উত্তর কোরিয়ার সিনপো উপদ্বীপে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা এটি তদন্ত করছে।

উত্তর কোরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি সাং কিম বলেন, আমরা কোরিয়ার সঙ্গে কূটনৈতিক পন্থা অবলম্বন করছি ওই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুরক্ষা দেয়ার জন্য। আমরা আশাবাদী কোরিয়ায় অশান্তি হবে না এবং উত্তর কোরিয়ার সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হবে।

সাংবাদিকদের সামনে তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেন, উত্তর কোরিয়ায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ঘোষণাবলী বাস্তবায়নের ব্যাপারে যুক্তরাষ্ট্রের মিত্রদের দায়িবদ্ধতা আছে।

এর আগে ২০১৭ সালেও উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App