×

আন্তর্জাতিক

ভারতে কৃষকদের ধর্মঘটে অচল রেলপথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২১, ০১:৪৪ পিএম

ভারতে কৃষকদের ধর্মঘটে অচল রেলপথ

ভারতের রেলপথে অবস্থান নেন কৃষকরা।

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে কৃষকরা রেল ধর্মঘট শুরু করেছে। দেশটির কৃষক আন্দোলনের প্রধান সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা বলছেন, দেশব্যাপী এ ধর্মঘট ভারতের স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলবে। খবর এনডিটিভির

সংযুক্ত কৃষাণ মোর্চার নেতারা বলছেন, তারা ভারতের জেলায় জেলায় রেলপথে অবস্থান নিচ্ছেন। অন্যদিকে পাঞ্জাব রাজ্যের রেলপথগুলো বন্ধ করে দিয়ে কৃষকরা অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফিরোজপুর রেলপথের চারটি অংশ ঘিরে রেখেছে বিদ্রোহী কৃষকরা।

ভারতের উত্তরাঞ্চলীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, কৃষকদের এ আন্দোলনের ফলে ৩০টি স্থানে রেল যাতায়াত বন্ধ রয়েছে। গত ৩ অক্টোবর ভারতের উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে দেশটির কৃষকদের গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটে। এতে আট জন কৃষক নিহত হন। সে সময় গাড়িতে ভারতের কেন্দ্রীয় সরকারের দুজন মন্ত্রী ও অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র ছিলেন। ক্ষুব্ধ কৃষকরা এর ন্যায়বিচার দাবি করে আন্দোলন চালিয়ে যেতে থাকেন। এরই অংশ হিসেবে পালিত হচ্ছে রেল ধর্মঘট।

এর আগে চলতি বছরের ১১ জুলাই রেল ধর্মঘট করেছিল ভারতের আন্দোলনরত কৃষকরা। ২০২০ সালের নভেম্বর থেকে দেশটির লোকসভায় তিনটি বিতর্কিত কৃষি আইন পাসের প্রতিবাদে কৃষকরা আন্দোলন শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App