মণ্ডপে হামলার নেপথ্যে কারা

আগের সংবাদ

শেখ রাসেল দিবস আজ

পরের সংবাদ

মেসি-রোনালদো নন, সেরা সালাহ, দাবি ক্লপের

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২১ , ৮:৩৪ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ১৮, ২০২১ , ৮:৩৪ পূর্বাহ্ণ

বিশ্ব ফুটবলে বর্তমানে সবচেয়ে ফর্মে থাকা ফুটবলারদের তালিকায় ওপরের সারিতে নাম থাকবে মুহম্মদ সালাহর। ক্লাব ফুটবলে লিভারপুলের হয়ে ইতোমধ্যেই ১০ ম্যাচে ১০টি গোল ও চারটি অ্যাসিস্ট আছে তার ঝুলিতে। চলতি সপ্তাহে প্রিমিয়ার লিগে ওয়াটফোর্ডের বিরুদ্ধে আরও এক অসাধারণ পারফরম্যান্সের পর তাকেই এবার বিশ্বসেরা ফুটবলার দাবি করেছেন জার্মান ফুটবলার জুরগেন ক্লপ।

এই মুহূর্তে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি গোলদাতা সালাহ। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে লিগের গত ম্যাচে অন্যতম সেরা গোল হওয়ার পর চলতি সপ্তাহেও ওয়াটফোর্ডের বিরুদ্ধে চার ডিফেন্ডারকে মাটি ধরিয়ে আরও একটি গোল করেন এই লিভারপুল ফরওয়ার্ড। সালাহের ধারাবাহিকতা ও ব্যক্তিগত দক্ষতায় গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছেন।

ওয়াটফোর্ড ম্যাচের পর সালাহের ব্যাপারে ক্লপ বলেন, সে একজন সেরা ফুটবলার। আমাদের কারোরই এ ব্যাপারে সন্দেহ নেই। বর্তমানে ফুটবল বিশ্বে তার চেয়ে ভালো আর কেউ নেই। আমাদের মেসি এবং রোনালদো বিশ্ব ফুটবলের জন্য কী করেছে এবং তাঁদের ফুটবল বিশ্বে দাপট সম্পর্কে আলাদা করে কিছুই বলার নেই। কিন্তু বর্তমানে সে-ই (সালাহ) সেরা।

ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়