×

পুরনো খবর

ফুলদানির ফুল সতেজ রাখার ছয়টি উপায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ১২:০২ পিএম

ফুলদানির ফুল সতেজ রাখার ছয়টি উপায়

ফুলদানি। ছবি : সংগৃহীত

ফুলদানিতে ফুল সাজিয়ে ঘর সাজাতে পছন্দ করেন অনেকেই। এর মধ্য ‍দিয়ে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়, একই সঙ্গে মনও ভাল থাকে। উৎসবের সময়ে ফুলদানিতে রঙিন ফুল থাকলে ঘরের ভেতরেও উৎসবের আমেজ সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায়, ফুলদানির ফুল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। কিছু নিয়ম মেনে চললে সহজেই এই সমস্যার সমাধান হবে। অর্থাৎ ফুলদানির ফুল সতেজ রাখা যাবে। খবর সংবাদ প্রতিদিনের

১. ফুলদানিতে গোলাপ ফুল রাখলে, কখনই ফুলের কাণ্ড খুব ছোট করে কাটবেন না। তবে নরম কাণ্ডের ফুল হলে সেগুলোকে ছোট করে কেটে নিন। দেখে নিন পুরো কাণ্ডটি যেন পানির গভীরে ডুবে না থাকে।

২. ফুলের মধ্যে মাঝেমধ্যেই একটু পানি স্প্রে করে নিন। দেখবেন এতে ফুলগুলো ফ্রেশ থাকবে।

৩. ফুলের সঙ্গে যদি পাতা থাকে, তাহলে সেগুলো বাদ দিয়ে দিন।

৪. ফুলদানির পানির ভেতর অল্প লবণ ফেলে দিন। এতে ফুল বেশিদিন সতেজ থাকবে।

৫. দুদিন অন্তর ফুলাদনির জল বদলে দিন। তাহলে ফুল বেশিদিন তরতাজা থাকবে।

৬. সূর্যের আলো পৌঁছায় এমন স্থানে রাখার চেষ্টা করুন। এতে অন্তত এক সপ্তাহ পর্যন্ত সতেজ থাকবে।

যা করবেন না

ফুলদানির পানিতে কোনও ধরনের রাসায়নিক পদার্থ দেবেন না। দোকান থেকে সতেজ ফুল কিনুন। ফুলের কুঁড়ি কিনতে চেষ্টা করুন। একেবারে ফোঁটা ফুল ফুলদানিতে রাখলে এমনিতেই বেশিদিন তা সতেজ থাকবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App