×

জাতীয়

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের আপিল কর্তৃপক্ষ নিয়োগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০৯:৩০ পিএম

আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অষ্টম ধাপের ১০ পৌর নির্বাচনের আপিল কর্তৃপক্ষও নিয়োগ দিয়েছে সংস্থাটি। রিটার্নিং কর্মকর্তাদের কাছে সম্প্রতি ইসির উপ-সচিব আতিয়ার রহমানের পাঠানো চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, রিটার্নিং কর্মকর্তা কারো মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা করলে তার বিরুদ্ধে আপিল করা যাবে আপিল কর্তৃপক্ষের কাছে। আপিল কর্তৃপক্ষ তিন দিনের মধ্যে তা নিষ্পত্তি করবেন। ইউপি নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা/জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভার ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে আপিল কর্তৃপক্ষ নিয়োগ করা হয়েছে।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে (ইউপি) তৃতীয় ধাপে এবং ১০টি পৌরসভায় অষ্টম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর, আপিল দাখিলের শেষ সময় ৭ নভেম্বর, আপিল নিষ্পত্তির শেষ সময় ১০ নভেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার ১১ নভেম্বর।

ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোট সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় ধাপে আগামী ১১ নভেম্বর ৮৪৮ টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তফসিল ঘোষণা করেছে ইসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App