×

সারাদেশ

আখাউড়া স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২১, ০১:১১ পিএম

আখাউড়া স্থলবন্দরে ফের বাণিজ্য কার্যক্রম শুরু

আখাউড়া স্থলবন্দর। ছবি : ভোরের কাগজ

টানা পাঁচদিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে রোববার সকাল থেকে ফের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হওয়ায় ব্যবসায়ী ও শ্রমিকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, সকালে ভোজ্যতেল ও তুলা রপ্তানির মধ্য দিয়ে বন্দরে বাণিজ্য কার্যক্রম শুরু হয়। পরে এক এক করে অন্যান্য পণ্য ভারতে প্রবেশ করে।

শফিকুল ইসলাম আরও বলেন, সোমবার (১৮ অক্টোবর) থেকে মাছ রপ্তানিও শুরু হবে।

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ১২ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।

ছোট-বড় মাছসহ ৫০টিরও বেশি পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে রপ্তানি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App