সৌদি আরবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পরার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। দেশটিতে করোনা সংক্রমণ কমে যাওয়ার কারণে রবিবার (১৭ অক্টোবর) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর আরব নিউজ, গালফ নিউজ ও বিবিসির
এর আগে সৌদি আরবের মক্কায় অবস্থিত মসজিদ-আল হারামে মাস্ক ও সামাজিক দূরত্ব ছাড়াই মুসল্লিরা প্রবেশ করতে পারছে। মক্কার একজন প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছেন, রবিবার থেকেই মসজিদ-আল হারামে নামাজের প্রস্তুতি শুরু হচ্ছে। কাবা শরীফে ধারণক্ষমতা অনুযায়ী মুসল্লিরা একত্রিত হবেন। এক্ষেত্রে কারও দূরত্ব বজায় রাখতে হবে না।
বলা হয়েছে, সৌদি আরবের দুটি পবিত্র মসজিদ মসজিদ-আল হারাম ও মসজিদে নববীতে প্রবেশের ক্ষেত্রে মাস্ক পরতে হবে এবং অনলাইনে তাওয়াক্কালনা আবেদন করতে হবে। এ ছাড়া রবিবার থেকে ক্রীড়ানুরাগীরা সম্পূর্ণভাবে ক্রীড়া মন্ত্রণালয়ের সুবিধাগুলো পাবে। ক্যাফে, মল, বিয়ে বাড়ি, সিনেমা হল, রেস্টুরেন্ট সবকিছুই এ দিন থেকে খোলা থাকবে।
সৌদি আরবের এক নাগরিক বলেন, সত্যি বলতে কি, আমি শুনে খুব স্বস্তি পেয়েছি যে আমরা শেষ পর্যন্ত মাস্ক ও সামাজিক দূরত্ব না মেনে আমাদের দৈনন্দিন জীবন পুনরায় শুরু করতে পারছি। আমরা পরিবারে বিয়ের আয়োজন করতে পারিনি। কারণ আমরা চেয়েছিলাম- আমাদের সব প্রিয়জন সেখানে থাকুক। এই ঘোষণায় আমাদের পরিবার খুব খুশি হয়েছে।
অভিভাবকরা আশা করছেন, সে দেশের স্কুলগুলো আগামী সপ্তাহ থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাসে যোগ দেওয়ার অনুমতি দেবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।