×

বিনোদন

বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই অস্কারে যাচ্ছে রেহানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১১:৫১ পিএম

অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশের সিনেমা জমা নেওয়ার শেষ সময় ছিল ১৫ অক্টোবর। জমা পড়া সিনেমাগুলো একাধিকবার দেখে সাধারণত সিদ্ধান্ত হয়, কোন ছবিটি পাঠানো হবে। সেটি আর এবার করতে হবে না। কারণ, ছবিই জমা পড়েছে মাত্র একটি—আবদুল্লাহ মোহাম্মদ সাদের সিনেমা রেহানা। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই এবার অস্কারে যাচ্ছে রেহানা।

অস্কার বাংলাদেশ সাবমিশন কমিটির সমন্বয়ক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ঘোষণার প্রথম দিন থেকেই আমরা অপেক্ষায় ছিলাম। কিন্তু কোনো সিনেমাই জমা পড়ছিল না। ১৪ অক্টোবর একমাত্র সিনেমা হিসেবে রেহানা মরিয়ম নূর অস্কারের জন্য জমা পড়েছে। নোনা জলের কাব্য নামে আরেকটি সিনেমা জমা দিতে চেয়েছিল কর্তৃপক্ষ। পরে আর তারা দেয়নি। জানিয়েছে, তাদের কাগজপত্র প্রস্তুত নেই। আপাতত রেহানার কোনো প্রতিদ্বন্দ্বী নেই।’

আগামী সোমবার অস্কার সাবমিশন কমিটি সিনেমাটি দেখবে। ব্যতিক্রমী কিছু না ঘটলে এক সপ্তাহের মধ্যেই এটি অনলাইনে অস্কার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বলেন, ‘১৪ অক্টোবর সব শর্ত পূরণ করে সিনেমাটি আমরা জমা দিয়েছি। আমরা আশাবাদী, আমাদের সিনেমাটি অস্কারে যাচ্ছে। আগামী নভেম্বরের শেষের দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

স্ত্রিনডেইলি অনলাইন সম্প্রতি আন্তর্জাতিক বিভাগে বিভিন্ন দেশ থেকে জমা পড়া সিনেমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। কান, বার্লিন, ভেনিস, টরন্টোসহ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা করা সিনেমাগুলোই বিভিন্ন দেশ থেকে পাঠানো হয়েছে।

আগামী বছরের ২৭ মার্চ অনুষ্ঠিত হবে একাডেমি অ্যাওয়ার্ডের ৯৪তম আসর। আগামী ২১ ডিসেম্বর আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের একটি খসড়া তালিকা প্রকাশ করবে একাডেমি কর্তৃপক্ষ। পরে পাঁচটি সিনেমার চূড়ান্ত মনোনয়নের খবর জানা যাবে ৮ ফেব্রুয়ারি। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো সিনেমা অস্কারে মনোনয়ন পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App