×

জাতীয়

কুমিল্লার ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১০:২২ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, কুমিল্লার ঘটনায় কারা জড়িত এবং নেপথ্যে কারা উস্কানি দিয়েছে তাদের খোঁজা হচ্ছে। তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনীর সবকটি ইউনিট এবং গোয়েন্দারা এ নিয়ে কাজ করছে।

শনিবার (১৬ অক্টোবর) রাতে রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান।

তিনি বলেন, এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে। যারা এ ঘটনায় জড়িত শিগগিরিই তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

এরআগে গত বুধবার ভোরে কুমিল্লা নগরীর নানুয়ার দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে প্রতিমার কাছে কোরআন শরীফ পাওয়া যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে উত্তেজনার সৃষ্টি হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপ ভাঙচুর করে বিক্ষুব্ধরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App