×

অর্থনীতি

বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ১০:৫৫ এএম

দেশের পাইকারি ও খুচরা বাজারগুলোতে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। গত তিন দিন ধরেই পেঁয়াজের দাম একটু একটু করে কমছে বলে খুচরা ও পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বৃহস্পতিবার ঢাকার খুচরা বাজার ও ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে সবচেয়ে ভালো মানের দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬৫ টাকা কেজি দরে। আর মানের দিক থেকে একটু পিছিয়ে থাকা পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৬০ টাকায়।

এক সপ্তাহ আগেও পেঁয়াজের দাম বেড়ে প্রতি কেজি ৭৫ টাকায় উঠেছিল।

মুদি দোকানি তুষার বলেন, দাম কিছুটা কমেছে, কয়দিন পর হয়তো আরেকটু কমবে।

কারওয়ান বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকায় বিক্রি হচ্ছিল। আর রাজধানীর শ্যামবাজারের আড়তে পাইকারিতে দাম কমে ৪২ টাকা থেকে ৪৩ টাকায় নেমেছে।

দেশে এবার পেঁয়াজের ভালো ফলন হয়েছে বলে কৃষি বিভাগ থেকে দাবি করা হলেও সেপ্টেম্বর মাসের শেষ দিকে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে পেঁয়াজের দাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে বেশ কিছু পদক্ষেপ নিতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App