×

সারাদেশ

জামালপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৭:১০ পিএম

জামালপুরে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো দুর্গাপূজা

জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ছবি: ভোরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের কাজ শেষ হয়েছে সনাতন ধর্মালম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার উপজেলায় ২১টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

১৫ অক্টোবর সন্ধ্যায় পৌর এলাকার পুরাতন ব্রহ্মপুত্র নদের পৌর শহরের ১২টি পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়। ১০টি প্রতিমা যমুনা, জিঞ্জিরাম নদীতে বির্জন দেওয়া হয়।

এর পূর্বে বিজয় দশমীর আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানায় ভক্তরা। দেবী বিদায়ের আগে মণ্ডপগুলোতে সিঁদুর খেলায় অংশ নেন ভক্তরা।

বিসর্জনের সময় দেওয়ানগঞ্জ মডেল থানা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান (রাসেল) মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর, ওসি তদন্ত আনছার উদ্দিনসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App