×

আন্তর্জাতিক

আফগানিস্তানে জুমার সময় মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২১, ০৪:০৭ পিএম

আফগানিস্তানে জুমার সময় মসজিদে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪১

কান্দাহারের মসজিদে বিস্ফোরণে হতাহতদের উদ্ধার করছেন স্থানীয়রা

আফগানিস্তানে কান্দাহারের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ অক্টোবর) এই ঘটনায় এরই মধ্যে নিহতের সংখ্যা বেড়ে ৪১ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন ৯০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, এই বিস্ফোরণ কান্দাহারের ইমান বারগাহ মসজিদে ঘটেছে। মসজিদটি শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত। এখন পর্যন্ত এ ঘটনার দায় কোনো গোষ্ঠী নেয়নি। এ ছাড়া রয়টার্স ও এএফপির প্রতিবেদনে এ ঘটনা স্পষ্টভাবে তুলে ধরা হয়। হামলার একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে বলেন, তিনি মসজিদের প্রধান ফটকের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। অন্যদিকে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালেবানের বিশেষ সৈন্যরা ওই মসজিদকে ঘিরে রেখেছে এবং আহতদের চিকিৎসার জন্য সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহবান জানিয়েছে। ঠিক কী কারণে মসজিদটিতে হামলা করা হলো এবং কারা হামলা করেছে সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটি আত্মঘাতী হামলা। তবে বিবিসির সাংবাদিক সিকান্দার কিরমানি জানিয়েছেন, ইসলামিক স্টেটস (আইএস-কে) এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। আহতদের স্থানীয় মিরওয়াইস হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি শিয়া মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলায় ৫০ জনের বেশি মুসল্লির মৃত্যু হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেটস- খোরাসান (আইএস-কে)।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App