লন্ডনের পার্শ্ববর্তী কাউন্টিতে নিজের স্থানীয় অফিসেই ছুরিকাঘাতে নিহত হয়েছেন যুক্তরাজ্যের এক সংসদ সদস্য। দেশটির কনজারভেটিভ পার্টির ওই সংসদ সদস্যের নাম ডেভিড অ্যামেস (৬৯)। তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হলে তিনি প্রাণ হারান। খবর বিবিসি, দ্য গার্ডিয়ান, আল জাজিরা, রয়টার্স ও স্কাই নিউজের
শুক্রবার (১৫ অক্টোবর) বিকালের দিকে দক্ষিণ এসেক্সের লে-অন-সি-তে বেলফায়ার মেথোডিস্ট চার্চে এই হামলার শিকার হন তিনি। ওই সময় ভোটারদের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলোচনা করছিলেন তিনি।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তারা ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করেছেন। এই ঘটনায় জড়িত অন্য কাউকে খোঁজা হচ্ছে না। প্রাথমিকভাবে আটক ব্যক্তি একাই এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ডেভিডকে একাধিকবার ছুরিকাঘাত করা হয়েছে। সে সময় আঘাত কতটা গুরুতর তাৎক্ষণিকভাবে সে ব্যাপারে বোঝা না গেলেও গভীর ক্ষত হয়েছে বলে মনে হচ্ছিল।
১৯৯৭ সাল থেকে অ্যামেস সাউথেন্ড ওয়েস্টের পার্লামেন্ট সদস্য হিসেবে দায়িত্বরত, যার মধ্যে লে-অন-সি অন্তর্ভুক্ত। এর আগে ১৯৮৩ সাল থেকে তিনি একজন সংসদ সদস্য ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।