চার্চে ছুরিকাঘাতে ব্রিটিশ এমপি নিহত, হামলাকারী গ্রেপ্তার

আগের সংবাদ

বিতর্কিতদের পরিচয় গোপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: নানক

পরের সংবাদ

কিউকমের সিইও রিপন কারাগারে

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১ , ৮:৫৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৫, ২০২১ , ৮:৫৫ অপরাহ্ণ

ই-কমার্স সাইট কিউকমের পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) রিপন মিয়াকে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৫ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন-উর রশীদের আদালত এ আদেশ দেন।

রাজধানীর পল্টন থানার এই মামলায় রিপনকে এদিন আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী জামিন চান। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৩ অক্টোবর রিপনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে এক ভুক্তভোগী কিউকমের পরিচালক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর ডিবির মতিঝিল বিভাগ তাকে গ্রেপ্তার করে। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে রাখা হয়েছে। গ্রেপ্তারের পরদিন তাকে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এরপর গ্রেপ্তারের পরদিন রিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে দুই দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।

আর- আরএ / ডি- এইচএ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়