×

জাতীয়

স্ত্রীকে এমপি বানাচ্ছেন জি এম কাদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:০৭ এএম

স্ত্রীকে এমপি বানাচ্ছেন জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের। তবে প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্ত্রী মেহেজেবুন্নেসা রহমান টুম্পাকে প্রার্থী করার প্রস্তাব ছিলো দলের একাধিক সিনিয়র নেতার। কিন্তু দলের মনোনয়ন বোর্ডের বৈঠক ছাড়াই নিজের ভাগ্নেকে বাদ দিয়ে স্ত্রীকে সংসদে যাওয়ার টিকিট দিয়েছেন জাপা চেয়ারম্যান।

বুধবার (১৩ অক্টোবর) জাপার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেবেন। এর ঘণ্টাখানেক পর জাপার আরেক বার্তায় জানানো হয়, বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়া হবে না। তবে রাতে জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়া বলেছেন, বৃহস্পতিবারই শেরিফা কাদেরের মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, মনোনয়নপত্র কবে কখন জমা দেওয়া হবে, সেটি বড় বিষয় নয়। মূল কথা হচ্ছে, শেরিফা কাদের জাপার একমাত্র প্রার্থী। তাকে দলের মনোয়ন বোর্ড প্রার্থী করেছে কি-না, এ প্রশ্নে চুন্নু বলেন, সর্বসম্মতিক্রমে শেরিফা কাদেরকে প্রার্থী করা হয়েছে।

সংসদে থাকা দলগুলোর মধ্যে প্রাপ্ত আসন সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসন ভাগ হয়। একাদশ নির্বাচনে ২২ আসনে জয়ী জাপা চারটি নারী আসন ভাগে পেয়েছে। গত ১৩ সেপ্টেম্বর অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে জাপার একটি নারী আসন শূন্য হয়। নিয়ম মোতাবেক উপনির্বাচনে জাপাই এ আসন পাবে। ফলে শেরিফা কাদেরের এমপি হওয়া সময়ের ব্যাপার মাত্র।

জি এম কাদের একাধারে দলের চেয়াম্যান, এমপি এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় বিরোধীদলীয় উপনেতা। জাপা চেয়ারম্যানের ঘনিষ্ঠ একজন নেতা বলেন, কয়েকজন জ্যেষ্ঠ নেতা মনে করছেন, জি এম কাদের নিজে এতগুলো পদে থেকে স্ত্রীকেও এমপি করা দৃষ্টিকটু। তারা মেহেজেবুন্নেসা রহমান টুম্পাকে মনোনয়ন দেওয়ার কথা বলেছিলেন। সে কারণে শেরিফা কাদেরের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পরিবর্তন করা হয়। তবে শেষ পর্যন্ত স্ত্রীকেই এমপি করার সিদ্ধান্তে অনড় থাকেন জি এম কাদের।

মেহেজেবুন্নেসা বলেন, ১০ দিন আগে স্বামীকে হারিয়েছি। এখনও শোক কাটিয়ে উঠতে পারিনি। এমপি বা অন্য কোনো পদে আমি প্রার্থী হইনি। দলের নেতাদের কেউ আমার নাম প্রস্তাব করে থাকলে, তা জানা নেই।

মেহেজেবুন্নেসা জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের বোন মেরিনা রহমানের মেয়ে। তার মা এমপি ছিলেন। তার ছোট ভাই আহসান আদেলুর রহমান জাপার এমপি। এদিকে শেরিফা কাদের একাধারে জাতীয় সংস্কৃতি পার্টির আহ্বায়ক এবং লালমনিরহাট জাপার সভাপতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App