×

সারাদেশ

নোয়াখালীতে পূজা মণ্ডপ ভাঙচুর, আটক চার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ১২:৩৮ এএম

কুমিল্লায় পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার জের ধরে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পূজা মণ্ডপ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ চার জনকে আটক করে।

বুধবার (১৩ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বসবাসরত লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মণ্ডপে ও উপজেলার নলছিড়া ৯ নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে মো. সোহেল (২৫) হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে। তাৎক্ষণিক অপর তিন জনের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্র জানা গেছে , কুমিল্লায় পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন অবমাননার জের ধরে রাত ৯টা ১০ মিনিটের দিকে হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের লোক শ্রী শ্রী প্রিতম সাদুর বাড়ির দূর্গা পূজা মণ্ডপে শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাংচুর করে। একই সময়ে নলছিড়া ৯ নম্বর ওয়ার্ডে বাবা লোকনাথ পূজা মণ্ডপে তিন শতাধিক দুর্বৃত্ত হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় পুলিশ সদস্যরা বাধা দিলে তাদেরকে মারধর করে। উক্ত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

অন্যদিকে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১১ নং দুর্গাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বজয়া পূজা মণ্ডপ, শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির, ১১ নং দুর্গাপুর বনিকপাড়া পূজা মণ্ডপে ৫০-৬০ জন দুর্বৃত্ত ভাঙচুরের চেষ্টা করে। এ সময় তারা পূজামণ্ডপের সামনের গেটে ইট-পাটকেল নিক্ষেপ করে মন্দিরের গেট ভাংচুর করে। এ ঘটনায় পূজামণ্ডপে কর্তব্যরত পুলিশ ও গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে।

নোয়াখালী পুলিশ মহাপরিদর্শক (এসপি) মো. শহীদুল ইসলাম বেগমগঞ্জের পূজা মণ্ডপে ইট-পাটকেল নিক্ষেপের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App