×

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা মামলায় নুরকে অব্যাহতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৭:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে অব্যাহতি দিয়েছেন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। বুধবার (১৩ অক্টোবর) তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তদন্ত কর্মকর্তার দেওয়া প্রতিবেদন গ্রহণ করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

এরআগে গত ৩ অক্টোবর আদালতে নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক ফরিদা পারভীন লিয়া। প্রতিবেদনে বলা হয়, বাদীকে 'দুশ্চরিত্রাহীন' বলার এমন কোনো বক্তব্য আসামির ফেসবুকে পাওয়া যায়নি। এজন্য নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫ (১)ক, ২৯(১) ৩১(২) ধারায় অপরাধ প্রমাণিত হয়নি।

এরআগে ফেসবুক লাইভে ‘দুশ্চরিত্রাহীন’ বলে মন্তব্যের অভিযোগে ২০২০ সালের ১৪ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সাম জগলুল হোসেনের আদালতে মামলাটি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। এছাড়া একই শিক্ষার্থী রাজধানীর কোতোয়ালি থানা ও লালবাগ থানায় নুরসহ পাঁচজনের বিরুদ্ধে দুইটি ধর্ষণ মামলা করলেও দুইটি থেকেই অব্যাহতি পান নুর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App