×

পুরনো খবর

কিউকমের সিইও রিপন ফের রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ০৯:২৬ পিএম

কিউকমের সিইও রিপন ফের রিমান্ডে

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন। ছবি: ভোরের কাগজ

ই-কমার্স সাইট কিউকমের সিইও রিপন মিয়াকে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এরআগে রাজধানীর পল্টন থানার এই মামলায় রিপনকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামির ফের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী জামিন চান। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামির জামিন নামঞ্জুর করে তাকে একদিনের রিমান্ডে নিতে আদেশ দেন।

জানা গেছে, এক ভুক্তভোগী কিউকমের মালিক মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর ডিবির মতিঝিল বিভাগ তাকে গ্রেফতার করে। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে রাখা হয়েছে।

এরপর গ্রেফতারের পরদিন রিপনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম তাকে দুই দিনের রিমান্ডে নিতে আদেশ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App