×

সারাদেশ

ফুলবাড়ীয়ার ১৩ ইউনিয়নে নৌকার প্রার্থী হলেন যারা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০১:৫৮ পিএম

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থীর তালিকা ঘোষণা করেছে দলটির মনোনয়ন বোর্ড। সোমবার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড থেকে প্রার্থীদের চূড়ান্ত তালিকা করা হয়।

পরবর্তীতে দলের ধানমন্ডি কার্যালয় থেকে ময়মনসিংহ বিভাগের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ইতোমধ্যে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার ১৩টি ইউনিয়ন রয়েছে। ফুলবাড়ীয়া উপজেলার ১ নং নাওগাও ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, ২ নং পুটিজানা ইউনিয়নের মো. ময়েজউদ্দিন তরফদার, ৩ নং কুশমাইল ইউনিয়নের মো. শামছুল হক, ৪ নং বালিয়ান ইউনিয়নের হাজেরা খাতুন, ৫ নং দেওখোলা ইউনিয়নের তাজুল ইসলাম বাবলু, ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নের মো. আতাহার আলী, ৭ নং বাক্তা ইউনিয়নের মো. নাজমুল হক (সোহেল), ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নের মির্জা মো. কামরুজ্জামান দুলাল, ৯ নং এনায়েতপুর ইউনিয়নের মো. বুলবুল হোসেন, ১০ নং কালাদহ ইউনিয়নের মো. ইমান আলী, ১১ নং রাধাকানাই ইউনিয়নের মো. গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ১২ নং আছিম-পাটুলী ইউনিয়নের এস এম সাইফুজ্জামান ও ১৩ নং ভবানীপুর ইউনিয়নের মো. জবান আলী সরকার।

ফুলবাড়ীয়া উপজেলায় ১৩টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় (নৌকা) প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন নতুন মুখ পাঁচ জন, বর্তমান চেয়ারম্যান পাঁচ জন ও সাবেক চেয়ারম্যান তিন জন। এদিকে তারা নৌকার মাঝি হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন।

ফুলবাড়ীয়া  উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক সরকার বলেন, তৃণমূল জরিপের ভিত্তিতে দল উপজেলার ১৩টি ইউপিতে কিছু নতুন মুখকেও (নৌকা) প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা আশাবাদী উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এলাকাবাসী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App