×

পুরনো খবর

ডিজিটাল আইনের মামলায় হেলেনার জামিন আবেদন খারিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৬:৫৩ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের জামিন আবেদন 'উত্থাপিত হয়নি মর্মে খারিজ' করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (১২ অক্টোবর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ।

গত ২৯ জুলাই রাতে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালায় র‌্যাব। পরে র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, হেলেনার বাসায় বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনো সরঞ্জাম, বিদেশি মুদ্রা ও হরিণের চামড়া জব্দ পাওয়া গেছে। এ ঘটনায় তাকে র‌্যাব গ্রেপ্তার করে। পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়।

এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর মিরপুর ও পল্লবী থানায় পৃথক মামলা রয়েছে। এসব মামলায় ইতিমধ্যে হেলেনা জাহাঙ্গীরকে বেশ কয়েক দফা রিমান্ডে নেয় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App