×

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৬

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২১, ০৯:১০ পিএম

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে অস্ত্র ও মাদকসহ ছয় রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ১৪ এপিবিএন ও জেলা পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক।

তিনি বলেন, অভিযানের সময় তারা দেশীয় অস্ত্র সঙ্গে নিয়ে ইয়াবা সেবন করছিলেন। পরে তাঁদের উখিয়া থানা-পুলিশে সোপর্দ করে মামলা রুজু করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জন হলেন- নুর হোসেন (২৭), মোহাম্মদ ফারুক (৩৫), নুর হোসেন (৪০), মোহাম্মদ কামাল হোসেন (৩০), জিয়াউর রহমান (৩১) ও আয়াতুল্লাহ (২৮)।

তারা সবাই উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা বলে জানা গেছে। সোমবার উখিয়ার কুতুপালং জি ব্লকের ৪১ ও ৪২ নম্বর ব্লকের পার্শ্ববর্তী কাঁটাতারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App