×

সারাদেশ

সালথার ইউএনওকে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিময় উপহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:৩৯ পিএম

সালথার ইউএনওকে বীর মুক্তিযোদ্ধার স্মৃতিময় উপহার

যুদ্ধে ব্যবহৃত তার লুঙ্গি-গামছা-গেঞ্জি উপহার দিয়েছেন সালথার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিব সরকারকে। ছবি: ভোরের কাগজ।

মুক্তিযুদ্ধে অংশগ্রহণের স্মৃতি হিসেবে একজন বীর মুক্তিযোদ্ধা লুঙ্গি-গামছা-গেঞ্জি উপহার দিয়েছেন সালথার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিব সরকারকে।

সোমবার (১১ অক্টোবর) সালথার ওই ইউএনওর বিদায়ী অনুষ্ঠানে তাকে এসব জিনিস উপহার দেন বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন।

তিনি বলেন, ইউএনওকে যুদ্ধকালীন এমন স্মৃতিময় পোশাকের নমুনা উপহার স্বরূপ দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

এ সময় মুক্তিযুদ্ধের গৌরবময় বিজয়ের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন মো. বেলায়েত হোসেন।

ইউএনও মো. হাসিব সরকার নিজেও একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান।

অন্যদিকে বেলায়েত হোসেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সালথা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সাবেক সভাপতি। তিনি ১৯৭১ সালের রণাঙ্গনের সম্মুখ যোদ্ধা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App