×

জাতীয়

বিদেশ ফেরতদের ট্রেনিং নিতে হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৯:৪৫ পিএম

বিদেশ ফেরতদের ট্রেনিং নিতে হবে না

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

বৈশ্বিক মহামারি করোনাকালে দেশে ফিরে যেসব প্রবাসী বিপাকে পড়েছেন তাদের নতুন করে প্রশিক্ষণ দেওয়ার জটিলতা দূর হয়েছে। ‘প্রশিক্ষিতদের দক্ষ করতে তিনদিনের ট্রেনিং দেয়া হচ্ছে’- এমন খবর ভোরের কাগজে প্রকাশের পর ওই সিদ্ধান্ত বাতিল করেছে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)।

বিএমটি মহাপরিচালক মো. শহীদুল আলম সোমবার (১১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে বলেছেন, যারা প্রবাসে কাজ করেছে তাদের প্রি ডিপার্চার অরিয়েন্টেশন (পিডিও) দরকার হবে না। এরইমধ্যে পূর্বের নির্দেশনা বাতিল করে যারা আগে বিদেশে কাজ করেছে তাদের ভিসার মেয়াদ থাকা সাপেক্ষে সরাসরি ফ্লাইট দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, যারা বিদেশে কাজ করেছেন তারা আবার কেন প্রশিক্ষণ নিবে! তারা বরং অন্যকে প্রশিক্ষণ দেয়ার সক্ষমতা অর্জন করেছে। এ সমস্যা দূর হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বিদেশ ফেরতদের ‘দক।ষ’ করতে তিনদিনের প্রশিক্ষণের নির্দেশ থাকায় প্রশিক্ষণ পেতে ২০ দিন থেকে একমাস সময় লাগতো। এ নিয়ে বিড়ম্বনা দেখা দিলে বিদেশ ফেরতরা ক্ষোভ প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App