×

জাতীয়

তারেকের উদ্দেশে নানক: লন্ডনে বসে লাদেন হয়েছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ১০:০০ পিএম

তারেকের উদ্দেশে নানক: লন্ডনে বসে লাদেন হয়েছেন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। ছবি: ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের ওপর সন্ত্রাসী হামলার হোতা, আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘লন্ডনে বসে সন্ত্রাসের হুমকি দেন। লাদেন হয়েছেন। চার দিন রুদ্ধদার মিটিং করলেন। আর লন্ডন থেকে প্রসাদসম বাড়িতে বসে বাংলাদেশে চাঁদাবাজি করে বাংলাদেশকেই রণক্ষেত্রে পরিণত করবেন। সেই রণক্ষেত্রে পরিণত করতে দেওয়া হবে না।’ সোমবার (১১ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অধীন ইউনিটগুলোর সম্মেলনের শুভ উদ্বোধন করে নানক এসব কথা বলেন। রাজধানীর মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কনভেনশন সেন্টারে ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ইউনিট সম্মেলনের মধ্যে দিয়ে যার শুরু হয়। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘যারা আদর্শবান। যারা দীর্ঘদিন ধরে দলের জন্য বিসর্জন দিয়ে গিয়েছে, তাদেরকে দলের নেতৃত্বে নিয়ে আসতে হবে। তাহলেই দল শক্তিশালী হবে। মনে রাখতে হবে, বিএনপি থেকে যারা আসে, যুবদল থেকে যারা আসে তারা দলের সবচেয়ে বড় ক্ষতি করে।’ আওয়ামী লীগের উপস্থিত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এই ওয়ার্ডেরই একজন বাসিন্দা, ভোটার। মোহাম্মদপুরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভেতরে বুক ফাটা চাপা কান্না রয়েছে। সেই চাঁপা কান্না আপনাদের শুনতে হবে, বুঝতে হবে। আর সেই কান্না হলো আমরা যোগ্য জায়গায় সম্মানিত হই নি পূর্বে। তিনি বলেন, ‘মির্জা আজমের চিন্তা চেতনায়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই যে ইউনিট সম্মেলন শুরু হলো তা আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক ঘটনা।’

উত্তরে ৫৬ হাজার তৃণমূল নেতা পদ পাবে : মির্জা আজম

সম্মেলনে ঢাকা মহানগরে ইউনিট কমিটির উদ্দেশ্য নিজ বক্তব্যে তুলে ধরেন ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। তিনি বলেন, ‘ঢাকা মহানগর উত্তরে ১৪’শ ইউনিট আছে। এর প্রত্যেকটির সম্মেলন হলে ঢাকা মহানগর উত্তরের ইতিহাসে সর্বচেয়ে শক্তিশালী সংগঠনের রূপ নিবে। ফলে প্রায় ৫৬ হাজার তৃণমূল নেতা পদ পদবী পাবে। যেই কর্মীদের কোন পদ-পরিচয় ছিল না। যদি আওয়ামী লীগের ৫৬ হাজার হয় অন্য অঙ্গ ও সহযোগী সংগঠন তারা যদি একইভাবে ইউনিট কমিটি করে সংগঠন গোছায় তাহলে আগামীতে এই ঢাকা মহানগরীতেই ৫ লক্ষ নেতা আওয়ামী লীগের পরিচয়ধারী থাকবে। তিনি বলেন, ‘আমি দায়িত্ব পাওয়ার পর ঢাকা মহানগরীতে দুটি নির্বাচনে পরিচালনার দায়িত্ব পেয়ে দেখেছি, যে একটি নির্বাচনী এলাকায় গত ১৮ বছর ধরে সর্বসাকুল্যে ৩২ জন নেতার দলের পদ-পদবী আছে। আর কোন নেতার পদ নেই। সে কারণে দীর্ঘদিন ধরে ঢাকায় সম্মেলন ছাড়া কমিটি গঠনের যে রেওয়াজ সেই রেওয়াজ থেকে বাইরে আসার আমি অনুরোধ জানিয়েছিলাম।’ এ সময় ঢাকা মহানগর উত্তর ও ঢাকা জেলার দলীয় কোন কার্যালয় নেই জানিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এর আগে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ সভাপতি সাদেক খান প্রমুখ উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতিত্বে করেন ২৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সলিমউল্লাহ সলু। সঞ্চালনা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App