×

জাতীয়

ডিসেম্বরের মধ্যে শেষ হবে সব ইউপি নির্বাচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২১, ০৭:৩২ পিএম

ডিসেম্বরের মধ্যে শেষ হবে সব ইউপি নির্বাচন। আগামী বৃহস্পতিবার (১৪ অক্টোবর) তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, ওইদিন ৮৭তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরে তফসিল ঘোষণা করা হবে। তবে তৃতীয় ধাপেও হাজার খানেক ইউপির তফসিল দেয়া হবে বলে জানান তিনি।

নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বৈঠকটি নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৈঠকের তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, অষ্টম ধাপে পৌরসভা সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপ-নির্বাচন নিয়ে আলোচনা হবে।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার সম্প্রতি গণমাধ্যমকে জানিয়েছেন, পরবর্তী কমিশন সভায় তৃতীয় ধাপে ভোটের তফসিল হতে পারে। এছাড়া অন্যান্য নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেবে কমিশন। ইতোমধ্যে প্রথম ধাপে ৩৬৯টি ইউপিতে ভোটগ্রহণ করেছে ইসি। দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ করবে সংস্থাটি।

অশোক কুমার দেবনাথ জানান, বর্তমান কমিশনের মেয়াদের মধ্যেই সবগুলো মেয়াদ উর্তীর্ণ ইউপির নির্বাচন শেষ করতে চায় ডিসেম্বরের মধ্যে। সে লক্ষ্যে তৃতীয় ধাপের তফসিল চলতি সম্পাহে এবং চতুর্থ ধাপে আরো এক হাজার ইউপির তফসিল নভেম্বরের প্রথমে দেয়া হবে। সব শেষ তফসিল ডিসেম্বরের প্রথমে দেয়া হবে এবং ডিসেম্বরের শেষ নাগাদা সব ইউপি নির্বাচন শেষ করার প্রস্তুতি রয়েছে। আর এর পরে এ কমিশনের শেষ নির্বাচন হচ্ছে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন- যা আগামী বছরের জানুয়ারির মধ্যে করা হবে বলে জানান তিনি। বর্তমান ইসির মেয়াদ শেষ হবে ১৩ ফেব্রুয়ারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App