×

চিত্র বিচিত্র

২০ বার অস্ত্রোপচার করে বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০১:২৬ পিএম

২০ বার অস্ত্রোপচার করে বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট!

অস্ত্রোপচার করে বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানিয়েছেন আন্দ্রিয়া ইভানোভা

শখ ছিল বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট তৈরির। সেই শখই এক সময় নেশায় রূপ নিল। বুলগেরিয়ার এক তরুণী নিজের ঠোঁটের অস্ত্রোপচার করিয়েছেন। খবর আনন্দবাজার পত্রিকার

ওই তরুণীর নাম আন্দ্রিয়া ইভানোভা। তিনি জানান, বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানোর জন্য তাকে ২০ বার অস্ত্রোপচার করাতে হয়েছে। নিজেকে বারবি পুতুলের মতো সাজানোর তাগিদ থেকেই একের পর এক অস্ত্রোপচার করে গেছেন তিনি।

ইভানোভা বলেন, তার ঠোঁটে ১৭ বার হায়লুরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। এতে স্বাভাবিক অবস্থার তুলনায় ঠোঁট চার গুণ বড় হয়ে গেছে। ঠোঁটের আকার দেখে চিকিৎসকরা জানিয়েছেন এটাই যথেষ্ট। কিন্তু তিনি এতে খুশি নন। আরও বড় ঠোঁট বানাতে চান। ফলে আরও দুটি অস্ত্রোপচার করার প্রয়োজন।

ইভানোভার এই অদ্ভুত কাণ্ড দেখে অনেকেই তার মানসিক স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমেও ট্রলের শিকার হতে হয়েছে তাকে। তবে এ সব নিয়ে চিন্তিত নন ইভানোভা। তার একটাই লক্ষ্য কীভাবে আরও বড় ঠোঁট বানানো যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App