×

সারাদেশ

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৩:০৫ পিএম

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে একজনের যাবজ্জীবন

দুজন পুলিশ কর্মকর্তা ও সাজাপ্রাপ্ত আসামী ইউনুস আলী

মেহেরপুরে হেরোইন রাখার দায়ে ইউনুস আলী (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রবিবার (১০ অক্টোবর) দুপুর একটার দিকে মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতী কুমার বিশ্বাস এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইউনুস আলী মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মৃত ইসরাইল হোসেনের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৪ সালের ২৫ মার্চ গাংনী থানা পুলিশের একটি দল ৯০ গ্রাম হেরোইনসহ ইউনুস আলীকে আটক করে। পরে গাংনী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ওই দিনই একটি মামলা দায়ের করা হয়।

রবিবার ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আসামী ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কাজী শহিদুল হক ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. মোসারফ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App