×

সারাদেশ

চট্টগ্রাম ১৯১ সরকারি প্রাথমিকে লোকবল সংকট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ০৯:১০ এএম

চট্টগ্রাম ১৯১ সরকারি প্রাথমিকে লোকবল সংকট

প্রতীকি ছবি

মিরসরাইয়ের ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ জন সহকারী শিক্ষক ও ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। এছাড়া ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়নি দপ্তরি কাম প্রহরী।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অবসরে যাওয়ার পর শূন্য পদগুলোতে আর নিয়োগ দেয়া হয়নি। শিক্ষক সংকটের কারণে উপজেলায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়ন ও মিরসরাই পৌরসভার মধ্যে ১৯১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। যার ২৭টিতে প্রধান শিক্ষক নেই অনেক দিন ধরে।

বিদ্যালয়গুলো হলো- ছত্তরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়পুর পূর্ব জোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কয়লা শহীদ জাকের হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাজপুর অলী আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ধুম দৌলতবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর মোবারক ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহেবদী নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশরত এন.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনসুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কাটাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুস সাত্তার ভূঁঞার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বাড়িয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ মঘাদিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম সাহেরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বদ্ধ গেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম খৈয়াছরা এন.আই সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ডোমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রহমতাবাদ রবিউল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াহিদুন নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেগম নুর নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শফিউল আলম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এ ছাড়া বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৯৫ জন সহকারী শিক্ষক সংকটের পদও শূন্য রয়েছে। ৪৯টি বিদ্যালয়ে নিয়োগ দেয়া হয়নি দপ্তরি কাম প্রহরী। উপজেলার প্রথম শ্রেণির বারইয়ারহাট পৌরসভায় নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে পৌরসভার বাসিন্দারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

উপজেলার পশ্চিম অলিনগর আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছিমা আক্তার জানান, তাদের বিদ্যালয়ে ২১৪ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র চারজন। তাই পাঠদানে তাদের হিমশিম খেতে হচ্ছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী বলেন, ২৭টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চালানো হচ্ছে শিক্ষা কার্যক্রম। এছাড়া ৯৫ জন সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। অনেক শিক্ষক অবসরে যাওয়ার পর পদশূন্যতা সৃষ্টি হয়েছে।

প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সংকট থাকার বিষয়টি জেলা শিক্ষা অফিস ও মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সংকট থাকলেও সুষ্ঠুভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App