×

আন্তর্জাতিক

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ০৪:০৮ পিএম

কঙ্গোতে নৌকা ডুবে শতাধিক নিহত

প্রতীকি ছবি

কঙ্গো প্রজাতন্ত্রের পশ্চিমাঞ্চলীয় কঙ্গো নদীতে নৌকা ডুবে কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। খবর এএফপির

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মংগালার গভর্নরের মুখপাত্র নেস্টর মগবাডো জানান, সোমবার নৌকা ডুবে যাওয়ার পর থেকে শুক্রবার রাত পর্যন্ত ৫১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত ৬৯ জন এখনও নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ৩৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নৌকায় কতজন যাত্রী ছিলো তার কোন তালিকা না থাকায় নৌকার ধারণক্ষমতার ভিত্তিতে এই সংখ্যা অনুমান করা হচ্ছে।

মগবাডো বলেন, নৌকাটি আসলে নয়টি ঐতিহ্যবাহী কাঠের ডিঙ্গি নৌকা দ্বারা তৈরি। যা পিরোগু নামে পরিচিত। এগুলো সবগুলো একসঙ্গে বাঁধা ছিল। খারাপ আবহাওয়া এবং অতিরিক্ত যাত্রীর কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

শুক্রবার গভীর রাত পর্যন্ত সংমাধ্যমে কোন প্রতিবেদন না থাকায় দুর্ঘটনার মাত্রা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। শনিবার প্রাদেশিক কর্তৃপক্ষ এ তথ্য জানানোর পরই তা বোঝা যায়।

মগবাডো বলেন, মংগালা কর্তৃপক্ষ নৌকা ডুবে যাওয়ার খবরটি অবহিত করেছিল। কিন্তু হতাহতের সংখ্যা জানার জন্য অপেক্ষা করছিলো। উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। তবে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা খুব কম।

এদিকে এ ঘটনায় ওই প্রদেশের কর্তৃপক্ষ সোমবার থেকে তিন দিনের শোক পালন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App