×

আন্তর্জাতিক

ফেসবুকে আবার সাইট ডাউন, ক্ষমা প্রার্থনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২১, ১০:৪০ এএম

ফেসবুকে আবার সাইট ডাউন, ক্ষমা প্রার্থনা

ইনস্টাগ্রাম, ফেসবুক ও মেসেঞ্জার

সেবা দেয়ার ক্ষেত্রে আবারও সমস্যা তৈরি হয়েছিলো ফেসবুকে। এরই জের ধরে ক্ষমা প্রার্থনা করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি। কিছুদিন আগে অবশ্যই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ছয় ঘণ্টার বেশি সময় ডাউন হয়ে গেছিল। আবারও এর পুনরাবৃত্তি ঘটার কারণে ক্ষমা চেয়েছে ফেসবুক। খবর বিবিসির

ফেসবুক বলেছে, একটি কনফিগারেশন পরিবর্তন করার কারণে বিশ্বব্যাপী ব্যবহারকারীরা সাইট ডাউন সমস্যার সম্মুখীন হচ্ছেন। তবে কিছুদিন আগে ছয় ঘণ্টারও বেশি সময় ধরে সাইট ডাউনের যে ঘটনা ঘটেছিল, তার সঙ্গে এ ঘটনার সম্পর্ক নেই।

এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার প্রভাবিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, আপনি যদি গত কয়েক ঘণ্টার মধ্যে আমাদের সেবা পেতে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, সে কারণে আমরা দুঃখিত। কারণ আমরা জানি, আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের ওপর কতটা নির্ভর করেন। সমস্যাটি আমরা ঠিক করে ফেলেছি। চলতি সপ্তাহে ধৈর্য ধরার জন্য আপনাদের আবারও ধন্যবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App