×

আন্তর্জাতিক

এবার বিজেপি‘র সাংসদের বিরুদ্ধে কৃষককে গাড়িচাপার অভিযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২১, ১২:৩২ পিএম

এবার বিজেপি‘র সাংসদের বিরুদ্ধে কৃষককে গাড়িচাপার অভিযোগ

কৃষকদের লাগাতার প্রতিবাদ–বিক্ষোভে উত্তাল ভারতের বিভিন্ন রাজ্য। ফাইল ছবি

উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে বিক্ষোভরত চার কৃষকসহ আটজনকে গাড়ি চাপা দিয়ে হত্যায় উত্তাল রয়েছে ভারতের রাজনীতি। অভিযোগে উঠেছে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রের দিকে। এরই মধ্যে লখিমপুর খেরির ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে হরিয়ানায়। বিক্ষোভরত একজন কৃষককে চাপা দিয়েছে বিজেপির সাংসদ নায়েব সাইনির গাড়ি। এতে আহত হয়েছেন ওই কৃষক।

সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, হরিয়ানার নারায়ণগড়ে বিজেপির সাংসদ নায়েব সাইনি গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির চাপায় একজন কৃষকের আহত হওয়ার অভিযোগ উঠেছে। নায়েব সাইনির দাবি, গাড়িবহর যাওয়ার সময় ওই কৃষক পথের ধারে দাঁড়িয়ে ছিলেন। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ক্ষোভে ফুঁসছেন হরিয়ানার কৃষকেরা। সাংসদের গাড়িচালকের নামে থানায় অভিযোগ করেছেন তারা। ব্যবস্থা না নিলে ১০ অক্টোবর সেখানকার থানা ঘেরাওয়ের হুমকিও দিয়েছেন কৃষকেরা। নায়েব সাইনি হরিয়ানার কুরুক্ষেত্রের সাংসদ।

কৃষক হত্যার ঘটনায় গত রোববার থেকেই উত্তাল উত্তর প্রদেশ। ক্ষোভের উত্তাপ ভারতের অন্য এলাকাগুলোয় ছড়িয়েছে। ওই দিন আশিস মিশ্র গাড়ি চাপা দিয়ে কেন্দ্রীয় সরকারের কৃষকবিরোধী আইন বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের হত্যা করেন বলে অভিযোগ উঠেছে। তবে আশিস ও তার বাবা অজয় মিশ্র এ অভিযোগ অস্বীকার করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App