দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৬৫৪ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৪৫ জনের। এ নিয়ে করোনা আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬১ হাজার ৪৬৩ জনে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৭৭ শতাংশ।
শুক্রবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৮১৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ২২ হাজার ৫৯১ জন।
আগের দিন বৃহস্পতিবার করোনা ভাইরাসে ১২ জনের মৃত্যু হয়। গত সাত মাসে এটাই একদিনে সর্বনিন্ম মৃত্যু। এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৬৩ জন।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।