×

জাতীয়

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৭:২৯ পিএম

সৈয়দপুর-কক্সবাজার রুটে বিমানের ফ্লাইট শুরু

ফাইল ছবি

সৈয়দপুর-কক্সবাজার-সৈয়দপুর রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে এক অনুষ্ঠানে এ রুটের উদ্বোধন করেন। পরে তিনি কক্সবাজারে হোটেল শৈবালে সংবাদ সম্মেলন করেন। এ সময় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর তার সঙ্গে ছিলেন।

মাহবুব আলী বলেন, সরাসরি এ রুটটি চালু হওয়ায় উত্তরবঙ্গ থেকে মানুষ সরাসরি কক্সবাজার যেতে পারবেন। এতে দুই অঞ্চলের মধ্যে পর্যটন যোগাযোগ বাড়বে। ভবিষ্যতে সোনাদিয়া ও কতুবদিয়া দ্বীপে পর্যটন সুবিধা সৃষ্টি করা হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কক্সবাজারকে ভালবাসতেন। সে ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর, তাপবিদুৎ কেন্দ্র, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণ, নৌবাহিনীর সাবমেরিন স্টেশন নির্মাণ, মেরিন পর্যটন পার্ক ও বিশেষ পর্যটন অঞ্চল স্থাপনসহ কক্সবাজারকে তুলে ধরার বিভিন্ন প্রকল্প নিয়েছেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিমান বিমানের পরিটালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন, মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. আবু সালেহ মোস্তফা কামাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App