×

জাতীয়

শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৪:২৪ পিএম

চলতি বছরের অক্টোবরে শক্তিশালী পাসপোর্টের তালিকায় দুই ধাপ পিছিয়ে বাংলাদেশ। পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ১০৮তম। বর্তমান সময় ভিসা ছাড়াই বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা অন্তত ৪০ দেশে ভ্রমণ করতে পারেন। সম্প্রতি প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচকে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক সংস্থা দ্য হেনলি অ্যান্ড পার্টনারস এক যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন গবেষণা প্রতিবেদন ও সূচক প্রকাশ করে আসছে। এ সূচকে গত জুলাই মাসে বাংলাদেশের পাসপোর্ট ছিল ১০৬ তম স্থানে। সেসময় ৪১টি দেশে আগাম ভিসা ছাড়া বাংলাদেশের পাসপোর্টধারীরা ভ্রমণ করতে পারতেন। এবারের তালিকায় মোট ১১৬টি ক্রমিকের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৮তমিএ তালিকায় বাংলাদেশের সঙ্গী হয়েছে কসোভো ও লিবিয়া।

সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে নেপালের অবস্থান ১১০তম, পাকিস্তানের ১১৩তম এবং আফগানিস্তান ১১৬তম অর্থাৎ সর্বনিম্ন অবস্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App