×

চিত্র বিচিত্র

পেটের ভেতর এক কেজির বেশি পেরেক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৩:৩৬ পিএম

পেটের ভেতর এক কেজির বেশি পেরেক!

প্রতীকি ছবি

পেটের ভেতর এক কেজির বেশি পেরেক!

হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশ করা ছবি

লিথুয়ানিয়ার এক নাগরিক পুরো এক মাস ধরে প্রায় এক কেজি পেরেক, স্ক্রু খেয়েছেন। এরপর ক্লাইপেডা ইউনিভার্সিটি হসপিটালের চিকিৎসকদের শরণাপন্ন হন। চিকিৎসকদের জানান, তার ভীষণ পেটব্যথা। এক্সরে রিপোর্ট দেখে চিকিৎসকরা বিস্মিত। পেটের ভেতরে পেরেক, স্ক্রুসহ আরও ধাতব পদার্থ। খবর অডিটি সেন্ট্রালের।

তলপেটে ব্যথা নিয়ে ওই ব্যক্তি চিকিৎসকের কাছে এসেছিলেন।শুক্রবার ওই ব্যক্তির পাকস্থলীতে তিন ঘণ্টাব্যাপী অপারেশনের পর পেরেক, স্ক্রুসহ একাধিক ধাতব পদার্থ বের করা হয়। চিকিৎসকরা বলেন, এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। আমরা আমাদের চিকিৎসক জীবনে এমন ঘটনা শুনিনি।

[caption id="attachment_311466" align="aligncenter" width="700"] হাসপাতাল কর্তৃপক্ষের প্রকাশ করা ছবি[/caption]

এ ঘটনা লিথুয়ানিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়। অপারেশনের পর হাসপাতাল কর্তৃপক্ষ পেরেক ও স্ক্রুর ছবি প্রকাশ করেছে।

জানা গেছে, ওই ব্যক্তি আগে মাদকাসক্ত ছিলেন। মাদক ছাড়ার পর তিনি পেরেক, স্ক্রুসহ অন্যান্য ধাতব পদার্থ খাওয়া শুরু করেন। এভাবে এক মাস ধাতব পদার্থ খাওয়ার মধ্য দিয়ে তলপেটে ব্যথা শুরু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App