×

আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত দেড় শতাধিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৮:৪১ এএম

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত দেড় শতাধিক

বৃহস্পতিবার পাকিস্তানে ভয়াবহ ভূমিকম্পে আশঙ্কা করা হচ্ছে অনেকেই আটকা পড়ে আছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত দেড় শতাধিক
পাকিস্তানে ভূমিকম্পে নিহত ২০, আহত দেড় শতাধিক

বৃহস্পতিবার সকালে পাকিস্তানে বেলুচিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ভেঙে পড়া ঘরের দেয়াল। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে ভূমিকম্পে প্রায় দেড় শতাধিক আহত হয়েছে। খবর বিবিসির।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা। ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫ দশমিক ৭ পর্যন্ত পরিমাপ করা হতে পারে।

[caption id="attachment_311424" align="aligncenter" width="600"] আতঙ্কে বাড়ির বাইরে কম্পন অনুভূত অঞ্চলের মানুষরা। ছবি: সংগৃহীত[/caption]

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, ভূমিকম্পের পর কোয়েটা শহরের মানুষ রাস্তায় নেমে এসেছে।

এক সরকারি কর্মকর্তা জানান, কাঠামো ভেঙে মানুষ মারা গেছেন। ১০০ টিরও বেশি মাটির ঘর ভেঙে পড়েছে এবং বিপুল সংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শত শত মানুষ গৃহহীন হয়েছে। বেশিরভাগ ক্ষয়ক্ষতি হরনাই জেলাকে প্রভাবিত করেছে। প্রাদেশিক রাজধানী কোয়েটার পূর্বে অবস্থিত হরনাইতে প্রচুর পরিমাণে কয়লা খনি রয়েছে।

বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মীর জিয়াউল্লাহ লঙ্গু বলেছেন, ওই এলাকায় জরুরি পরিষেবা পাঠানো হয়েছে।

ভূমিকম্পের ফলে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ নেই। ফলে অনেক জায়গায় হাসপাতালে টর্চ জ্বালিয়ে মানুষের চিকিৎসা চলছে। বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আল জাজিরাকে বলেছেন, অনেক জায়গায় ধস নেমেছে। রাস্তা বসে গেছে। এখন জরুরি ভিত্তিতে রাস্তা ঠিক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলার চেষ্টা হচ্ছে। পাকিস্তানের চারটি অঞ্চলের মধ্যে বেলুচিস্তান সবচেয়ে বড়। তবে এখানে লোকসংখ্যা সব চেয়ে কম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App