×

জাতীয়

জলবায়ু পরিবর্তনের কারণে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ: গবেষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৪:৪২ পিএম

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের ভূমিকা আছে। সম্প্রতি বিশ্বব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে। শুধু ডেঙ্গুই নয়, বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ার পেছনেও দায়ী জলবায়ু পরিবর্তন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জনস্বাস্থ্যের ওপর এই নেতিবাচক প্রভাব আগামী দিনগুলোতে আরও বাড়তে পারে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে এক ওয়েবিনারে এই গবেষণা প্রতিবেদনে উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের প্রকৃতিতে যে ঋতুবৈচিত্র্য আছে, সেটি কমে যাচ্ছে। এক ঋতুর সঙ্গে আরেক ঋতুর পার্থক্য মুছে যাচ্ছে। আর্দ্রতা কমে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ছে। এতে শহরাঞ্চলগুলোতে ডেঙ্গুর মতো একাধিক রোগের প্রকোপ বেড়েই চলেছে।

ভবিষ্যতে রাজধানী শহরে ডেঙ্গুর প্রভাব আরও বাড়বে বলেও সতর্ক করা হয়।

এ ছাড়া বিশ্বব্যাংকের এই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ১৬ শতাংশ মানুষ বিষণ্নতায় আক্রান্ত। আর ছয় শতাংশের মধ্যে আশঙ্কাজনক হারে উদ্বেগ দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App