×

মুক্তচিন্তা

গ্রামে বেড়েছে নানান অপকর্ম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০১:২৭ এএম

গ্রামে বেড়েছে নানান অপকর্ম

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নে বেড়েছে নানা অপকর্ম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো চুরি, অবিচার, জোরপূর্বক বিয়ে, ক্ষমতার অপব্যবহার, বংশ নিয়ে অহঙ্কার ইত্যাদি। বেশি দিন নয়, ৫ বছর আগেও এখানের সব মানুষের মধ্যে দেখতে পাওয়া যেত কী অপরূপ মেলবন্ধন! এখন যেন দিন যত বাড়ছে, সময় যত পার হচ্ছে ততই মানুষ লোভী আর নিষ্ঠুর হচ্ছে! এখন দেখা যায় দিন-দুপুরে চুরি হয়! ২ বছর আগেও কখনো শুনিনি এই গ্রামে চুরি হয়! এখন চুরি এতটাই বেড়েছে যে, ঘরের বাইরে কোনো জিনিসই নিরাপদ নয়। চোরেরা বাইরের কেউ নয়, এই এলাকারই কিছু কুচক্র। ইদানীং দেখা যায় ক্ষমতা নিয়ে দ্ব›দ্ব। কার বেশি ক্ষমতা তা প্রদর্শন করা বোধহয় নিত্যকার ঘটনা হয়েছে! কয়েক বছর আগেও এমন হতো না। সবাই মিলেমিশে চলত। ধনী-গরিবের মধ্যে সুসম্পর্ক ছিল। এখন ক্রমেই তা কমে যাচ্ছে! আবার যুবকদের মাঝে দেখা যাচ্ছে দল নিয়ে রেষারেষি! সরকারি দল, বেসরকারি দল এসব কয়েক বছর আগেও ছিল না। তখনই গ্রামটা সুন্দর ছিল। এখন বিভিন্ন রাজনৈতিক দল গ্রামে ঢুকে নিজেদের মধ্যেই কলহের সৃষ্টি করছে! যা একটা গ্রামের জন্য মোটেই কাম্য নয়। আগের দিনে ঝগড়া-বিবাদ হলে গ্রাম্য সালিশ হতো, নির্ভুল বিচারের মাধ্যমেই সমাধান হতো। ন্যায়বিচার সবাই সমানভাবে পেত। কিন্তু এখনকার বিচারগুলো দুর্নীতিতে ভরা! অনেক সময় দেওয়ানিরা পূর্বেই টাকা খেয়ে একপক্ষবাদী বিচার করেন। পরবর্তীতে সেই নিরীহ লোক সুফল আর কোথাও পায় না। আইনের দ্বারস্থ হয়েও লাভ নেই। উল্টো নিজেকেই খেসারত দিতে হয়। ইতোমধ্যে কয়েকজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল! সেগুলো দেওয়ানি মাতবর সাধারণভাবে কিছু জরিমানা করে ধামাচাপা দিয়েছেন বলেও শোনা যায়। আবার এই গ্রামে দেখা যাচ্ছে জোরপূর্বক বিয়ের হারও বেড়েছে। এখানে ভুক্তভোগী হচ্ছে গরিব পরিবার। গরিব পরিবারের ছেলে ও মেয়ে দুজনই এর শিকার হচ্ছে! যার টাকা আছে তার পক্ষেই রায় চলে যাচ্ছে! এসব দুর্নীতি থেকে গ্রামকে রক্ষা করতে হলে প্রয়োজন আইনের সুশাসন। প্রয়োজন সুষ্ঠু সুন্দর রাজনীতি। সচেতন মানবতাপ্রেমী সংগঠন। অন্যথায় গ্রাম থেকে সব ধরনের অরাজনৈতিক দল নিষিদ্ধ করে দেয়া হোক। তাহলে গ্রামে আগের মতোই শান্তি ফিরে আসবে।

হোসাইন আল-নাহিদ : নয়ারহাট, চিলমারী, কুড়িগ্রাম। [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App