×

বিনোদন

দশভুজা ঋতাভরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২১, ০৫:৫১ পিএম

দশভুজা ঋতাভরী

ঋতুভরী চক্রবর্তী

দশভুজা ঋতাভরী

দেবীপক্ষের সূচনায় নতুন রূপে সাজলেন ঋতাভরী। দুর্গা-রূপে সামনে এলেন তিনি। লাল পেড়ে সাদা শাড়ি, খোলা চুল, সিঁথি ভর্তি সিঁদুর, মাথায় পদ্ম- পার্বতী সেজেছেন ঋতাভরী। ঋতাভরীর কথায়, চিত্রশিল্পীর রবি বর্মার আঁকা ছবি থেকে অনুপ্রাণিত হয়ে এ ভাবে সেজে উঠেছি। সারা বছর মানুষ অনেক কিছু হারিয়েছেন। প্রত্যেকের সঙ্গেই কিছু না কিছু খারাপ হয়েছে। তাই সবার ভালো লাগার জন্যই এই চেষ্টাটুকু করলাম। এর পরেই লাল টকটকে শাড়ি গায়ে জড়ালেন ঋতাভরী। কপালে এঁকে নিয়েছেন চন্দন। মহালয়ার ভোরে নিজেকে সাজালেন তিনি।

ঋতাভরীও কি তবে দশভুজা? এ প্রশ্নের জবাবে তার উত্তর, নারী-পুরুষ নির্বিশেষে সবাই দশভুজা। আমি মনে করি ঈশ্বর সর্বত্র বিরাজ করেন।

তিনি আরও বলেন, এই মহালয়া থেকেই আমরা নতুন করে আশার আলো দেখব। একটু একটু করে আবার সব ঠিক হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App