×

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৮:৫৭ পিএম

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মঙ্গলবার ফিলিপাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত দুই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ফিলিপাইনে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এফ এম বোরহান উদ্দিন এবং ফ্রান্সে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ফিলিপাইন এবং ফ্রান্সের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার। বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে কাজ করতে নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরামর্শ দেন রাষ্ট্রপতি।

[caption id="attachment_311132" align="aligncenter" width="700"] সন্ধ্যায় ফ্রান্সে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি[/caption]

নবনিযুক্ত দূতগণ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App