×

জাতীয়

নুরসহ ৫ জনকে অব্যাহতি, মামুনের গ্রেফতারি পরোয়ানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ০৭:০০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরসহ ৫ জনকে অব্যাহতি দিয়েছেন ঢাকা সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার (০৫ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। অন্যদিকে মামলাটিতে শুধুমাত্র ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অব্যাহতিপ্রাপ্ত বাকি চার আসামি হলেন- ছাত্র অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, নাজমুল হাসান সোহাগ, নাজমুল হুদা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহিল বাকী।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন ভোরের কাগজকে জানান, এদিন বিচারক পুলিশের দেয়া চার্জশিটটি (অভিযোগপত্র) আমলে নেন। এরপর বিচারক চার্জশিট অনুযায়ী মামলার পাঁচ আসামিকে অব্যাহতি দিয়েছেন। এছাড়া বাকি একজন পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এরআগে ২০২০ সালের ২১ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় নুরসহ ৬ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী। এরপর এ বছরের ৮ জুন তদন্ত কর্মকর্তা শুধু মামুনকে অভিযুক্ত করে বাকি পাঁচ আসামির অব্যাহতি চেয়ে আদালতে চার্জশিট জমা দেন।

এছাড়া একই শিক্ষার্থী গত বছর একই সময়ে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে নুর-মামুনসহ ৬ জনের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা দায়ের করেন। এ মামলার এজাহারে ধর্ষণের সহযোগিতাকারী হিসেবে নুরকে ৩ নম্বর আসামি উল্লেখ করা হয়। পরে এই মামলাতেও শুধু মামুনকে অভিযুক্ত করে বাকিদের অব্যাহতি দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App